মালদা

ভোর রাতের ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ইংরেজবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের বেশকিছু বাড়ি

শনিবার ভোর রাত ৩ টা নাগাদ মালদা জেলার হঠাৎ করে দেখা দেয় ঝড় ও বৃষ্টি। এদিনের এই ঝড়বৃষ্টিতে ইংরেজবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের অরবৃন্দ কলোনীতে থাকা বেশ কিছু বাড়ির টিনের ছাদ উড়ে যায়। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ি। যার জেরে এলাকার বাসিন্দাদের চরম ক্ষতির মুখে পড়তে হয়। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলার প্রসেনঞ্জিত দাস। ঘরবাড়ির পরিস্থিতি ক্ষতিয়ে দেখে সরকারি সহায়তার কথা সরকারকে জানাবেন বলে তিনি আশ্বাস দেয়। 

এবিষয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দা সরস্বতী সিং ও মিনা দাস জানান, ওই রাতে এই ঝড়বৃষ্টির কারণে তাদের বাড়ির টিনের ছাদ ও টালির চাল ভেঙে যায়। ফলে তাদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে বলে তারা জানান।  

এবিষয়ে তৃণমূল কাউন্সিলার প্রসেনঞ্জিত দাস জানান, রাত ৩ টা নাগাদ এই এলাকায় তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। যার ফলে বেশ কিছু বাসিন্দাদের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে শনিবার তাদের অবস্থা ক্ষতিয়ে দেখার জন্য তিনি এসেছেন। যাতে সরকারি ভাবে ক্ষতিগ্রস্তদের কোন সহায়তা দেওয়া যায় কিনা তিনি তা প্রশাসনকে জানাবেন বলে আশ্বাস দেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/xbHHrr644ug